Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

UITRCE, BANBEIS, ইসলামপুর,জামালপুর অত্র সেন্টার এর মাধ্যমে  ইসলামপুর,মেলান্দহ, দেওয়ানগঞ্জ এবং বকশিগঞ্জ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ICT প্রশিক্ষণ প্রদান করা হয়। 

উক্ত সেন্টার হতে ২০১৫-২০১৬ অর্থ বছরে  বেসিক আইসিটি ট্রেনিং এ  ৯ টি ব্যাচে মোট ২১৬ জন, ২০১৬-২০১৭ অর্থ বছরে মোট ২২ টি ব্যাচে ৫২৮ জন , ২০১৭-২০১৮ অর্থ বছরে  মোট ০৮ টি ব্যাচে ১৯২ জন , ২০১৮-১৯ অর্থ  বছরে মোট ৭ টি ব্যাচে ১৬৮ জন  ,২০১৯-২০ অর্থ বছরে  মোট ৪ টি ব্যাচে ৯৬জন  এবং ২০২০-২০২১ অর্থবছরে মোট ৬টি ব্যাচে ১৪৪জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

২০১৮-১৯ অর্থ বছরে  ২ টি ব্যাচে ৪৮ জন শিক্ষক , ২০১৯-২০ অর্থবছরে  ২ টি  ব্যাচে ৪৮ জন এবং ২০২০-২১ অর্থবছরে ২ টি ব্যাচে ৪৮ জন শিক্ষককে কম্পিউটার হার্ডওয়ার, নেটওয়ার্ক এন্ড ট্রাবলশুটিং এর প্রশিক্ষণ প্রদান করা হয়।

২০২১-২২ অর্থবছরে ২ টি ব্যাচে ৪৮ জন শিক্ষককে “ Training on Interactive Teaching and Live Class Mangement " বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণটি চলমান আছে।

অত্র উপজেলায়  ২০২০-২১ অর্থ বছর পযর্ন্ত সর্বমোট  ৫৬ টি ব্যাচে  ১৩৩৮ জন শিক্ষককে বেসিক আইসিটি  ট্রেনিং এবং সর্বমোট ০৫ টি ব্যাচে  ৯৬ জন শিক্ষককে কম্পিউটার হার্ডওয়ার, নেটওয়ার্ক এন্ড ট্রাবলশুটিং এর প্রশিক্ষণ প্রদান করা হয়।